প্রিয় ডেন্টাল সার্জনবৃন্দ !
# Diploma in Dental Surgery (BSMMU) March_2022
ডিডিএস এক্সামের সার্কুলার হয়ে গিয়েছে আর কিছুদিনের মধ্যে পরীক্ষার সময়ও দিয়ে দিবে আশা করা যায়। তাই তুমুল প্রতিযোগিতার এই সময়ে ডাক্তারদের বসে থাকার কোন সুযোগ নেই। ডিপ্লোমা পরীক্ষাকে সামনে রেখে আপনাদের শেষ সময়ের প্রস্তুতিটাকে আরো বাড়িয়ে নিয়ে এডুডেন্ট শুরু করতে যাচ্ছে - DDS Exclusive Mock Batch:
1) Mock Exam: সম্পুর্ণ বিএসএমএমইউ এর ডিপ্লোমা পরীক্ষার আদলে ১০০ মার্কের ৪টি স্পেশাল মক এক্সাম। যাতে সবগুলো সাবজেক্টের গুরুত্বপূর্ণ অংশসহ, পূর্ববর্তী ডিপ্লোমা পরীক্ষা গুলোর স্ট্রাকচার অনুসরণ করা হবে। তাছাড়া এডুডেন্টের সবচেয়ে জনপ্রিয় ও ইউনিক রেজাল্ট সিস্টেমের মাধ্যমে আপনি আপনার রেজাল্ট ও অবস্থান যাছাইয়ের সুযোগ তো থাকছেই।
2) Exclusive Tips Class: সবগুলো সাবজেক্টের আলাদা মেন্টরগন আলাদা ভাবে সবগুলো সাবজেক্টের গুরুত্বপূর্ণ অংশগুলো, সাজেশন, টিপস শেয়ার করবেন। প্রায় ৩-৪ ঘন্টা ব্যাপি এই ক্লাসটি আপনার শেষ সময়ের প্রস্তুতির জন্য টনিকের মত কাজ করবে।
3) Last Year Residency Solve Class : প্রতিবছর দেখা যায় একই বছর অনুষ্টিত এক্সামসমুহ থেকে হুবুহু ২-১টা কুয়েশ্চন অথবা দেখা যায় কয়েকটা টপিকের একটু পরিবর্তন করে পুনরাবৃত্তি হয়ে থাকে। তাই রেসিডেন্সি-২০২২ এই প্রশ্নটার জেনারেল পার্ট ও ক্লিনিক্যাল ডেন্টিস্ট্রি পার্ট এই দুই অংশের উপর আলাদা আলাদা ২টি এক্সক্লুসিভ সলভ ক্লাস।
ক্লাস ও পরীক্ষা www.edudent.info এর মাধ্যমে হবে।
আগামী ২১ ফেব্রুয়ারী সোমবার সকাল ১০.০০ হতে শুরু হবে।
#অনলাইন_রেজিস্ট্রেশনের_নিয়মাবলী এক পলকে দেখে নিনঃ
রেজিস্ট্রেশন ফি : ৫০০/- ।
যেকোনো ব্রাউজার ওপেন করুন (ইউসি ব্রাউজার এভয়েড করবেন।)
যারা পূর্বে কখনো EDUDENT এ ভর্তি ছিলেন না তারা প্রথমেwww.edudent.info তে গিয়েREGISTER এ ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন। (বিঃদ্রঃ-এখানে দেওয়া বিএমডিসি নাম্বারটি পরবর্তীতে আপনার ইউজার আইডি হিসেবে ব্যবহৃত হবে। কমপক্ষে ৬ ডিজিট এর পাসওয়ার্ড দিবেন ।
রেজিস্ট্রেশন করার সময় অবশ্যই আপনার BMDC নাম্বার দিবেন।
#যারা আগে কোন সময় EDUDENT এ ভর্তি ছিলেন কিন্তু User ID & Password জানেন না তারাForgot Password এ ক্লিক করে মোবাইল নাম্বার দিয়ে পাসওয়ার্ড রিকভারি করুন।
আপনার user ID & Password দিয়ে www.edudent.info তেলগইন করুন।
আপনার Profile এর Dashboard এ Admission form এ ক্লিক করুন।
Admission form এ গিয়ে :
# Institute সিলেক্ট করুন: BSMMU
# Course সিলেক্ট করুন: DDS
# Session সিলেক্ট করুন: September (Sep-Mar)
# Faculty সিলেক্ট করুন: Dentistry
# Discipline সিলেক্ট করুন: None
# Candidate Type সিলেক্ট করুন: আপনি কোন ধরনের ক্যান্ডিডেট হিসেবে পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
# Service point/Branch সিলেক্ট করুন: Online মনে রাখুন (Online)
# Batch সিলেক্ট করুন: DDS Exclusive Mock Batch
# Year সিলেক্ট করুন 2021
এরপর Submit বাটনে ক্লিক করুন।
Admission form টি SUBMIT করার সাথে সাথেই Pay Now অপশনে ক্লিক করে পেমেন্ট করতে হবে। (বিকাশ,রকেট, ক্রেডিট কার্ড.. ইত্যাদি যে কোন কিছু দিয়ে পেমেন্ট করার সুযোগ রয়েছে।
Admission form SUBMIT করার 24 ঘন্টার মধ্যে পেমেন্ট কমপ্লিট না করলে রেজিস্ট্রেশন নাম্বারটি Delete হয়ে যাবে এবং এক্ষেত্রে আপনাকে আবার একই STEP গুলো অনুসরণ করে Admission Form পূরণ করে SUBMIT করে Payment সম্পন্ন করবেন।
প্যাকেজ ক্রয় করলে পরীক্ষার রুটিন আপনার SIF Profile Dashboard এর My Schedule এ ক্লিক করলে দেখতে পাবেন।
পেমেন্ট কমপ্লিট করার পর আপনার SIF প্রোফাইলের নোটিশ অপশনে দেওয়া ফেসবুক গ্রুপের লিংক অনুযায়ী এই ব্যাচের ফেসবুক গ্রুপে সংযুক্ত হবেন।
SIF Profile এর My Schedule এ উল্লেখিত সময় অনুযায়ী online exam & results অপশনে এক্সাম আপলোড করা থাকবে এবং online lecture link অপশনে ও সলভ ক্লাস আপলোড করা থাকবে। সিডিউল সময়ের পরেও পরীক্ষাটি দিতে পারবেন।
ভর্তি সংক্রান্ত অতিরিক্ত তথ্য জানার জন্য বা যারা অনলাইনে ভর্তি হতে প্রবলেম ফেইস করছেন তারা 01404432524 নাম্বার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে ফোন দিবেন। ফোন বিজি পেলে সংশ্লিষ্ট নাম্বারে একটা মেসেজ দিয়ে রাখবেন ।
সবাই ভালো থাকুন,
সুস্থ থাকুন,
নিরাপদে থাকুন।
ধন্যবাদ, এডুডেন্ট।